বিএনএ ডেস্ক: পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি আজ। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই দিনে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৭ সালের আজকের দিনে সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে শান্তিবাহিনীর দীর্ঘ প্রায় দুই দশকের সংগ্রামের অবসান ঘটে। স্বাভাবিক জীবনে ফিরে আসে সশস্ত্র আন্দোলনকারী সদস্যরা। শান্তিচুক্তির ফলে প্রাথমিকভাবে শান্তি বাহিনীর সদস্যরা অস্ত্র জমা দেয় এবং সরকার তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে।
দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি পালনে বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে নানা কর্মসূচী নেয়া হয়েছে। পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ছাড়াও চট্টগ্রাম এবং ঢাকায় একাধিক কর্মসূচী নিয়েছে। আর এ কারণে কোন অবস্থাতেই কোথাও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কোন ধরনের আঘাত না আসে এমন চিন্তা ভাবনা থেকে প্রশাসন গ্রহণ করেছে সতর্কাবস্থা।
বিএনএ/ ওজি