30 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - অক্টোবর ১২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল গার্মেন্টসকর্মীর

চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল গার্মেন্টসকর্মীর

চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল গার্মেন্টসকর্মীর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশায় থাকা এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সকালে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোছাম্মৎ ঝুমুর ভোলা জেলার মনপুরা এলাকার নাসিরের মেয়ে। তিনি গার্মেন্টসে চাকরির কারণে পাহাড়তলী থানার ফইল্ল্যাতলী এলাকায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর বিক্রম জানান, সকালে ওই নারী ব্যাটারিচালিত রিকশায় করে যাওয়ার পথে বিটেক মোড়ে একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ