16 C
আবহাওয়া
৮:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আবারও দাম বাড়ল এলপিজির

আবারও দাম বাড়ল এলপিজির

আবারও দাম বাড়ল এলপিজির

বিএনএ, ঢাকা: এক মাসের ব্যবধানে আবারও দাম বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ভোক্তাপর্যায়ে এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৩ টাকা করা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির দাম এক হাজার ১৪০ টাকা থেকে ১৪৪ টাকা বাড়িয়ে এক হাজার ২৮৪ টাকা করা হয়েছিল।

সোমবার (২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনের মাধ্যমে টিসিবি ভবনে এলপিজির নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে তারা বিইআরসি।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে কলেজছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

নতুন দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজির ৬২৫ টাকা, সাড়ে ১২ কেজি ১৪২০ টাকা, ১৫ কেজি ১৭০৪ টাকা, ১৬ কেজি ১৮১৮ টাকা, ১৮ কেজি ২০৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২০ কেজি ২২৭২ টাকা, ২২ কেজি ২৫০০ টাকা, ২৫ কেজি ২৮৪০ টাকা, ৩০ কেজি ৩৪০৮ টাকা, ৩৩ কেজি ৩৭৪৯ টাকা, ৩৫ কেজি ৩৯৭৬ টাকা এবং ৪৫ কেজির দাম ৫১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ