15 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » তীর্থযাত্রী নিয়ে পুকুরে গাড়ি, নিহত ২৬

তীর্থযাত্রী নিয়ে পুকুরে গাড়ি, নিহত ২৬

তীর্থ

বিএনএ বিশ্ব ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুরে তীর্থযাত্রীদের নিয়ে যাত্রা করা গাড়ি পুকুরে পড়ে গিয়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২০ জন। শনিবার রাতে কানপুরের ঘাটমপুর এলাকায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় কবলিত ট্রাক্টর ট্রলি গাড়িতে যাত্রী ছিলেন ৫০ জন। গাড়িটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিল। কানপুরের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। তারপর সেটি একটি পুকুরে পড়ে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা। খালি হাতে পুকুর থেকে একের পর এক মরদেহ তোলা হয়। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর শনিবার রাতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাসও দেন ভারতের প্রধানমন্ত্রী।

টুইটে তিনি লিখেন, কানপুরের দুর্ঘটনায় আমি শোকাহত। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা রইলো। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত