বিএনএ, কুতুবদিয়া (কক্সবাজার) ॥ কুতুবদিয়ায় বসতঘরে ডুকে মুনতাহা নামের ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ সেপ্টেম্বর ) রাতে উপজেলার দক্ষিণ ধূরুং মশরফ আলী বলীর পাড়ার হাছান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, কতিপয় দুর্বৃত্ত বাড়িতে ঢুকে আলমিরা ভেঙে টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যাওয়ার সময় হাছান আলীর মেয়ে মুনতাহা দেখে ফেললে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা মুনতাহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নব বেগম তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মুনতাহা পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
আহত মুনতাহার ভাই সালাউদ্দিন জানান, আমার পিতাসহ আমরা তিন ভাই উপজেলা সদরে হোটেল ব্যবসা করি, বাড়িতে আমার মা ও ছোট বোন থাকে, নতুন বাড়ি নির্মাণ করার জন্য ৩ লাখ ৭০ হাজার টাকা বাড়ির আলমিরাতে ছিল।
আমার মায়ের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা আমার ছোট বোনকে কুপিয়ে রক্তাক্ত করে টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহমেদ। গুরুতর আহত ছাত্রী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে।
বিএনএনিউজ২৪, হাছান কুতুবী,জিএন
Total Viewed and Shared : 166