বিএনএ, কুতুবদিয়া(কক্সবাজার): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া অপর জেলের মরদেহ কুতুবদিয়া উপকূল হতে উদ্ধার হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাগর থেকে আলম মাঝির ভাসমান মরদেহটি উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।
নিহতের ভাই বদিউল আলম জানান, গত ৩১ আগস্ট সাগরে মাছ ধরা অবস্থায় ফিশিংবোটটি ডুবে যায়। এসময় ৮ জন জেলেকে উদ্ধার করা গেলেও দু’জন নিখোঁজ ছিল। শুক্রবার একজনের মরদেহ উদ্ধার হয় এবং শনিবার তার ভাইয়ের মরদেহটিও পাওয়া যায়।
বোট ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলেরমরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন স্থানীয় উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার। উদ্ধার হওয়া আলম মাঝির লাশ সনাক্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন থানা ওসি (তদন্ত) কানন সরকার।
বিএনএনিউজ২৪, হাছান কুতুবী, জিএন
Total Viewed and Shared : 1656