28 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » ফ‌রিদপু‌রে ডেঙ্গু‌তে দুই নারীর মৃত্যু

ফ‌রিদপু‌রে ডেঙ্গু‌তে দুই নারীর মৃত্যু

ফ‌রিদপু‌রে ডেঙ্গু‌তে দুই নারীর মৃত্যু

বিএনএ, ফরিদপুর: ফ‌রিদপু‌রের বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু‌তে দুই নারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। এছাড়া এই ২৪ ঘণ্টায় ১২৫ জন নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন। বর্তমা‌নে ফ‌রিদপু‌রের বি‌ভিন্ন হাসপাতা‌লে ৩৯৯ জন রোগী চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

ফ‌রিদপু‌রের সি‌ভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতা‌লে ডেঙ্গু‌তে দুই নারী মারা গে‌ছেন।

আরও পড়ুন: পিরোজপুরে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা, আটক ৫

তাদের মধ্যে একজন হ‌লেন- ফ‌রিদপু‌রের নগরকান্দা উপ‌জেলার জুঙ্গুরদী গ্রা‌মের আব্দুস সামা‌দের স্ত্রী ফের‌দৌসী বেগম (৪৮)। তি‌নি ৩১ আগস্ট হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছি‌লেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) মারা গে‌ছেন।

অপরজন হ‌লেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপ‌জেলার বাঁশবা‌ড়িয়া গ্রা‌মের হা‌ফিজুর রহমা‌নের স্ত্রী সুরাইয়া (২৫)। তি‌নিও ৩১ আগস্ট ভ‌র্তি হ‌য়ে‌ছি‌লেন। শুক্রবার তি‌নি মারা যান।

ডা. ছিদ্দীকুর রহমান আরও জানান, বর্তমা‌নে ফ‌রিদপু‌রের বি‌ভিন্ন হাসপাতা‌লে মোট ৩৯৯ জন ডেঙ্গু রোগী চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

বিএনএনিউজ/বিএম

Total Viewed and Shared : 193 


শিরোনাম বিএনএ