30 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ফরহাদুল ইসলাম শিহাব(২৩) নামের এক যুবক। এ সময়ে পেছন থেকে আসা একটি বাসচাপায় মারা যায় সে।। এই ঘটনায় আহত হয়েছে তার বন্ধু সৌরভ (২৩)।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।

নিহত শিহাব চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আব্দুস সাত্তারের ছেলে। পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী কাজলারপাড় এলাকায় থাকতো সে। এসএসসি পাস করার পর বেকার ছিল। ইতালি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো শিহাব।

শনিবার(২ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে দুই বন্ধু সৌরভ ও শিহাব মোটরসাইকেল নিয়ে মাওয়া গিয়েছিলেন ঘুরতে। মধ্যরাতে সেখান থেকেই বাসায় ফিরছিলেন। মোটরসাইকেলটি সৌরভের। ফেরার পথে তিনি নিজেই চালাচ্ছিলেন। পোস্তগোলা ব্রিজে উঠলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন দুইপাশে ছিটকে পড়েন। তখন কোনো একটি বাসের চাকায় মাথা থেঁতলে যায় শিহাবের। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত সৌরভ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। তার বাসাও যাত্রাবাড়ী এলাকায়।

বিএনএনিউজ/আজিজুল হাকিম, বিএম/ হাসনাহেনা

Total Viewed and Shared : 1118 


শিরোনাম বিএনএ