28 C
আবহাওয়া
২:০৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৪, ২০২৩
Bnanews24.com
Home » বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বিএনএ, বরগুনা: বরগুনার জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০ টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মাঝির (২২) নামের এক যুবকের মৃত্যু হয়।

হৃদয় বরগুনা পৌরসভার থানাপাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রন মাঝির ছেলে।

আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৮

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. অরূপ বলেন, শুনেছি বিকেল থেকেই হৃদয় মাঝির শারীরিক অবস্থা খারাপ ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

হাসপাতালে তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হলো। নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। বরগুনা জেনারেল হাসপাতালে এখনো ৯৩ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ ৫৩, মহিলা ৪০ জন।

বিএনএনিউজ/বিএম

Total Viewed and Shared : 167 


শিরোনাম বিএনএ