বিএনএ মৌলভীবাজার: মৌলভীবাজার জেলায় শীতের কুয়াশা দেখা গেছে। বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার শ্রীমঙ্গল, রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় ঘন কুয়াশা দেখা যায়।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে হাটতে বের হয়ে ঘন কুয়াশা দেখেন তারা। প্রথমে দেখতে একটু অবাক লেগেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, প্রাকৃতিকভাবে মাঝে মাঝে এমন হতেই পারে। আকাশের নিম্নস্তর থেকে মেঘ কমে যাওয়ায় প্রাকৃতিকভাবে কুয়াশা নেমেছে। প্রকৃতিতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি