32.3 C
আবহাওয়া
৭:৩২ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » অতিরিক্ত আইজিপি হলেন তিন কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন তিন কর্মকর্তা

বিশেষ পদোন্নতি পাচ্ছেন পুলিশের ৫২৯ ঊর্ধ্বতন কর্মকর্তা

বিএনএ, ঢাকা: অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেলেন পুলিশের তিনজন কর্মকর্তা। বুধবার (২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক সেলিম মো. জাহাংগীর, ময়মনসিংহ রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ