24 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশস্থল সকালেই পূর্ণ, বিকেলে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশস্থল সকালেই পূর্ণ, বিকেলে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশস্থল সকালেই পূর্ণ, বিকেলে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রংপুর:  রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ শুরুর আগেই বুধবার(২ আগস্ট ২০২৩) খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী। মহাসমাবেশ বিকেলে হলেও, সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে রংপুর জিলা স্কুলের মাঠের আশপাশ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দুই শতাধিক তোরণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টারে সেজেছে পুরো রংপুর। এমনকি বিভাগীয় নগরীর অলিগলি ও রাজপথ একইভাবে সাজানো হয়েছে।

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে রংপুর বিভাগজুড়ে বিশেষ করে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভায় শেখ হাসিনার ভাষণ শোনার জন্য সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

পড়ুন : আজ রংপুরে মহাসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ