21 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আত্মঘাতী গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স

আত্মঘাতী গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স

আত্মঘাতী গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন(ইউইএফএ) কর্তৃক জার্মানীতে আয়োজিত ইউরো ২০২৪ এর রাউন্ড অফ সিক্সটিন খেলায় সোমবার(১ জুলাই ২০২৪)রাতে জার্মানির ডাসেলডার্ফ অ্যারেনায় বেলজিয়ামকে ১-০ গোলে পরাস্ত করে ফ্রান্স।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের শেষ দিকে রেন্ডল কোলোমুয়ানির শট ইয়ান ভেরটনঘেনের পায়ে লেগে দিক বদলে জালে প্রবেশ করলে উল্লাসে ফেটে পড়ে ফরাসিরা। আত্মঘাতী গোলে জয় তুলে কোয়ার্টার-ফাইনালের টিকিট পেল ফ্রান্স।

রথমার্ধে কিছুটা ঢিমেতালেই হয় দুই দলের লড়াই।৫৫ শতাংশ মাঝমাঠের দখল রেখে ম্যাচে আক্রমণ বেশি করে ফ্রান্সই। মোট ১৯টি শট নেয় দলটি। এরমধ্যে লক্ষ্যে ছিল ২টি। তবে গোল করার মতো সেরা সুযোগ বেশি পেয়েছিল বেলজিয়ামই।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ