27 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো

সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো

ট্রুডো

বিএনএ বিশ্ব ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মুসলমানদের ধর্মীয় উৎসবগুলোতে শুভেচ্ছা জানিয়ে থাকেন। সব ধর্মের প্রতি উদার এই রাষ্ট্রনায়ক রোজার শুরুতে সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। এবার ঈদুল ফিতরের আগমুহূর্তেও একইভাবে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সালাম বিনিময়ের মাধ্যমে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ ও টুইটারে দেওয়া ভিডিওবার্তায় এই শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ট্রুডোর এই শুভেচ্ছা বিবৃতি আকারে দেশটির সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

কানাডাসহ বিশ্বের সব মুসলমানদের জানানো এই শুভেচ্ছার প্রথমেই সালাম দেন জাস্টিন ট্রুডো। টুইটারে দেওয়া ওই ভিডিওবার্তায় কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ মোবারক! রমজান মাসের সমাপ্তি উপলক্ষে যারা ঈদুল ফিতর উদযাপন করছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস ধরে রোজা পালন, প্রার্থনা ও ইবাদত করার পর আমি আশা করি আপনারা এই সময়টিকে উপভোগ করতে পারবেন।’
— Justin Trudeau (@JustinTrudeau)
May 1, 2022

এর আগে গত ২ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। সেসময়ও ফেসবুক ও টুইটারে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেছিলেন, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি।

আমাদের পরিবার, সোফী এবং আমার পক্ষ থেকে শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 134 


শিরোনাম বিএনএ