26 C
আবহাওয়া
১০:৪৭ পূর্বাহ্ণ - জুন ১৪, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজার সৈকতে ভেসে আসল আরও একটি মৃত তিমি

কক্সবাজার সৈকতে ভেসে আসল আরও একটি মৃত তিমি

কক্সবাজার সৈকতে ভেসে আসল আরও একটি মৃত তিমি

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের হীমছড়ি সমুদ্র সৈকতে আরও একটি মৃত তিমি ভেসে এসেছে।রোববার(২ মে) বিকেলে জোয়ারের পানিতে এটি ভেসে আসে।এ নিয়ে ২২ দিনের মাথায় একইস্থানে ভেসে এল তিনটি মৃত তিমি।

তৃতীয় মৃত তিমিটি ঠিক দ্বিতীয়টির স্থানে ভেসে আসে বলে জানিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।তিনি জানান, ভেসে আসা তৃতীয় মৃত তিমিটি আগেরগুলো চেয়ে ছোট। এর আকার ২০ থেকে ২২ ফুট মতো হবে। তবে মাথা ও লেজ নেই। এটি পঁচে গেছে। ধারণা করা হচ্ছে এটি কমপক্ষে একমাস আগে এবং গভীর সাগরে মারা গেছে।এই মৃত তিমিটিও অন্য দুইটির মতো পুঁতে ফেলা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সমুদ্র সৈকতের দুটি বৃহৎকার মৃত তিমি ভেসে এসেছিল। সেগুলো একইস্থানে পুঁতে ফেলা হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ