33 C
আবহাওয়া
১১:১৫ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডে চেয়ে পুলিশের আবেদন

মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডে চেয়ে পুলিশের আবেদন

মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডে চেয়ে পুলিশের আবেদন

বিএনএ, ঢাকা : শ্যোন এরেস্ট দেখিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা ৩টি মামলায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। আগামী ৯ মে ওই আবেদনের উপর শুনানির দিন ধার্য করেছেন নারায়ণগঞ্জের সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত।

রোববার (২ মে) দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

পুলিশ সুপার বলেন, মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় দশ দিন এবং সোনারগাঁওয়ে হেফাজতের সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা দুইটি মামলায় পৃথকভাবে সাতদিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, রিমান্ডের আবেদনের নথিপত্র নারায়ণগঞ্জের আদালত থেকে ঢাকার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখানে শুনানির পর আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

এদিকে, একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় গত ৩০ এপ্রিল আরও একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ ওইদিন ঝর্ণার মেডিকেল পরীক্ষা করালেও এখন পর্যন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।
বিএনএনিউজ/জেবি

Total Viewed and Shared : 16 


শিরোনাম বিএনএ