33 C
আবহাওয়া
১:০৬ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » সাত মাস পর প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার

সাত মাস পর প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার

ডলার

বিএনএ, ঢাকা: পবিত্র রমজান ও ঈদকে কেন্দ্র করে পরিবার-পরিজনদের জন্য বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এর ফলে দেশে সাত মাস পর রেমিট্যান্স বা প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

রোববার (২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, পুরো মার্চ মাসে বৈধপথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রে‌মিট্যান্স এসেছে। রেমিট্যান্সের এই পরিমাণ আগের মাসের চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা।

গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার। এ ছাড়া আগের বছরের (২০২২ সালের) মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৮ দশ‌মিক ৪৯ শতাংশ বা ১৫ কো‌টি ৮০ লাখ ডলার। গত বছরের মার্চে প্রবাসী আয় ছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার।

এদিকে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ সেবার বিনিময়ে দেশে রেমিট্যান্স আয় আনতে ফরম সি পূরণ করার শর্ত শিথিল করেছে।

পাশাপাশি সেবা খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দেওয়া হয়েছে।

বিএনএ/এমএফ

Total Viewed and Shared : 110 


শিরোনাম বিএনএ