32 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৩
Bnanews24.com
Home » বিএনপির প্রতীকী অনশন শুরু

বিএনপির প্রতীকী অনশন শুরু

অনশন

বিএনএ ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে বিএনপির প্রতীকী অনশন শুরু হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার (২ এপ্রিল) সকাল ১০টায় থেকে বিএনপির এই কর্মসূচি শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এ অনশনে অংশ নিতে নির্ধারিত সময়ের আগে থেকেই নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গত বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণ-অনশন কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। ওই সময় অনুমতি সাপেক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানান তিনি। এরপর গতকাল শুক্রবার সন্ধ্যায় দলটির পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন করার কথা জানানো হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 157 


শিরোনাম বিএনএ