21 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১৪ এপ্রিল পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে দোকানপাট বন্ধ

চট্টগ্রামে ১৪ এপ্রিল পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে দোকানপাট বন্ধ

চট্টগ্রামে ১৪ এপ্রিল পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে দোকানপাট বন্ধ

বিএনএ, চট্টগ্রাম :  করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামে  সন্ধ্যা ৬টার পর থেকে ওষুষের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। শুক্রবার (২ এপ্রিল) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসক বলেন, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব খাবার হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, বিপণিকেন্দ্র বন্ধ রাখতে হবে। শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে।

নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ