বিএনএ বিশ্বডেস্ক : আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী তুষারপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। গত তিন দিনে দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র তুষারপাতে প্রাণ গেছে ১৫ জনের। শনিবার (২ মার্চ)ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায় ।
জানা যায়, ভারী তুষারপাত এবং তীব্র ঠান্ডায় উদ্বেগ এবং উৎকন্ঠার মধ্যে রয়েছে সার-ই-পুলের বাসিন্দারা। তারা তাদের গবাদি পশু নিয়ে ভয়াবহ ভোগান্তিতে পড়েছে । অব্যাহত তুষারপাতে রাস্তা আটকে যাওয়ায় চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এক্ষেত্রে তারা সরকারি সাহায্যের কথা জানিয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় কয়েকজন মন্ত্রী নিয়ে একটি কমিটি গঠন করেছে আফগান সরকার। ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য বরাদ্দ করা হয়েছে।
বিএনএ/ ওজি/এইচমুন্নী