19 C
আবহাওয়া
১:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » হবু বরের বিষয়ে জানালেন ফারিয়া

হবু বরের বিষয়ে জানালেন ফারিয়া

ফারিয়া

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন প্রেমের পর রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া। তবে নায়িকার সেই বিয়ে ভেঙে গেছে।

২০২০ সালের মার্চে পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটিবদল হয় নুসরাত ফারিয়ার। ওই বছরের ১২ জুন ফারিয়া ফেসবুকে ছবি প্রকাশ করে বাগ্‌দানের খবরটি জানিয়েছিলেন অভিনেত্রী। তখন এ-ও বলেছিলেন, শিগগিরই বিয়ে করবেন তারা। কিন্তু কয়েক বছর পার হলেও তাদের বিয়ের খবর পাওয়া যায়নি। এর মধ্যেই গুঞ্জন রটে, রনির সঙ্গে ফারিয়ার বাগ্‌দান ভেঙে গেছে। এবার সেটিই আনুষ্ঠানিকভাবে জানালেন অভিনেত্রী।

রনির সঙ্গে বিয়েটা যে আর হচ্ছে না, সেটা গত ডিসেম্বরে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নুসরাত ফারিয়া। তিনি তখন বলেছিলেন, ‘আমার বিয়ে আর হবে না, করছি না।’

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন বাগদান ভেঙে যাওয়ার খবর। বুধবার (১ মার্চ) দুপুরে এক ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগ্‌দানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবেচিন্তে আমি ও রনি দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভাগ্যবান, আমাদের মধ্যে দারুণ একটি বন্ধুত্ব ও বোঝাপড়া রয়েছে। যেটা সারা জীবনই থাকবে। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, আমার এই কঠিন সময়ে আপনারা আমার জন্য দোয়া করবেন।’

তার এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সমবেদনা জানিয়েছেন। এর আগে বিয়ে না করা সম্পর্কে প্রশ্ন করা হলে ফারিয়া বলেছিলেন, ‘জীবনে ওঠানামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ