বিএনএ, চট্টগ্রাম: ৯২ ভাগ মুসলিমের দেশ বাংলাদেশে সৎ লোকের খুব অভাব বলে জানিয়েছেন এলডিপি সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের চন্দনাইশ আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘দেশ দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়নও হচ্ছে। আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারিনি। বিগত দিনে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের লক্ষ্য স্থির করতে হবে। জাতিকে উপকৃত করতে হলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে। শিক্ষার কোন বয়স নেই। সফলতার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম।’
কলেজের অধ্যক্ষ শিপ্রা সিকদারের সভাপতিত্বে এবং অধ্যাপক ফাহমিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শান্তপদ বড়ুয়া, অধ্যাপক সিরাজ উদ্দৌল্লাহ, অধ্যাপক ড. রফিকুল আজম চৌধুরী, অধ্যাপক মো. হারুন, অধ্যাপক নূর আয়েশা, অধ্যাপক পুষ্পেন চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম প্রমুখ।
বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী