বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইদ্রিস মিয়াকে আহবায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের নাম ও পদবি জানানো হয়।
এছাড়া ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আলী আব্বাসকে সিনিয়র যুগ্ন আহবায়ক, লিয়াকত আলী ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ন আহবায়ক করা হয়।
এর আগে ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও লায়ন হেলাল উদ্দিন চৌধুরী আনোয়ার উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।
অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলীকে আবারও যুগ্ম আহবায়ক এবং দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহবায়ক করা হয়।
উল্লেখ্য, বিগত ১ সেপ্টেম্বর এস আলমের গাড়ি কান্ডে জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিলো।
বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী