17 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » আহমদ মমতাজ: ইতিহাসের ফেরিওয়ালা 

আহমদ মমতাজ: ইতিহাসের ফেরিওয়ালা 


চাটগাঁর বেলা বিস্কুটের ২০০ বছর, বোস্তামি কাছিম কিংবা চট্টগ্রামের বলী খেলার ইতিহাস জানতে চাইলে আহমদ মমতাজের বিকল্প নেই। আঞ্চলিক ইতিহাসের নিষ্ঠাবান গবেষক ছিলেন তিনি। ইতিহাসের একজন ফেরিওয়ালা ।

মমতাজের লেখালেখির শুরু একেবারে ছোটবেলায়, নবম শ্রেণীর ছাত্রাবস্থায়। প্রথমে ছোটগল্প, পরবর্তীকালে রম্য গল্প ও প্রবন্ধ রচনায় হাত পাকান।  আশির দশকে ইতিহাস-ঐতিহ্য বিষয়ক তথ্য-উপকরণ সংগ্রহ শুরু করেন। ১৯৯২ সালের পর এই বিষয়ে পুরোদমে আত্মনিয়োগ করেন।

১৯৬০ সালের ২০ জুন চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে তিনি জন্মগ্রহন করেন। তাঁর পিতা আবদুল বারি ও মা আমেনা খাতুন। আহমদ মমতাজ পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান। পিতা-মাতার প্রথম দুই পুত্র-কন্যার অকাল মৃত্যুর পর দুই কন্যা জন্মগ্রহণ করেন ও তারপর তাঁদের বৃদ্ধাবস্থায় অনেক চেষ্টা-তদবির, দোয়াসাধনার পর জন্ম নেন আহমদ মমতাজ। এটি তাঁর লেখক নাম, সনদপত্র বা অফিসিয়াল নাম মমতাজ উদ্দিন। ডাক নাম মোহব্বত।

তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম কলেজ থেকে বাংলায় অনার্স ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে এম. এ. ডিগ্রি লাভ করেন।

৯০ দশকের দিকে, ব্যাংক ছেড়ে তিনি সাংবাদিকতা পেশায় যোগ দেন। ১৯৯২ সালে ঢাকায় মুদ্রণ ও প্রকাশনার সঙ্গে যুক্ত হন। ২০১৩ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে যোগদান এবং পরবর্তীতে বাংলা একাডেমির লোকজ সংস্কৃতি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট থেকে হয়ে ওঠেন নিবিষ্ট এক গবেষক। ২০১৪ সালে আহমদ মমতাজ বাংলা একাডেমিতে সহকারী পরিচালক পদমর্যাদায় যোগদান করেন। চার দশক ধরে সাহিত্যচর্চা, গবেষণা, সামাজিক– সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং প্রবন্ধ,গল্প, ইতিহাস–ঐতিহ্য বিষয়ক অনুসন্ধানী মূলক অসংখ্য রচনা ও সম্পাদনার কাজ তিনি করেছেন।

স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ৬ শতাধিক প্রবন্ধ বিভিন্ন জার্নাল, জাতীয় ও আঞ্চলিক পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তন্মধ্যে বড় অংশই চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি-সাহিত্য বিষয়ক। তাঁর প্রকাশিত গ্রন্থ ৭টি। প্রকাশিত গ্রন্থের মধ্যে মীরসরাই’র ইতিহাস- সমাজ ও সংস্কৃতি, “শমসের গাজী ” দুই খণ্ডে চট্টগ্রামের সুফী সাধক ও বদর শাহ, চট্টগ্রামের মনীষীদের জীবন বৃত্তান্ত সংকলন “ চট্টল মনীষা”, ব্রিটিশ বিরোধী সংগ্রামে চট্টগ্রাম উল্লেখযোগ্য।

আহমদ মমতাজ শিক্ষক (১৯৮৪-১৯৮৬) হিসেবে কর্মজীবন শুরু করলেও বারবার পেশা পরিবর্তন করেন। তিনি ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ১৯৯১ সালে একটি জাতীয় দৈনিকে যোগদান করেন, একইসঙ্গে একটি সাপ্তাহিক পত্রিকায় প্রায় সাত বছর সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি ১৯৯৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কলকাতার একটি জনপ্রিয় ও বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেন।

আহমদ মমতাজ ১৯৯২ সালে ঢাকায় মুদ্রণ ও প্রকাশনার সঙ্গে যুক্ত হন ও ২০০৫ পর্যন্ত একটানা সম্পৃক্ত ছিলেন। এরপর ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, চট্টগ্রাম সমিতি, ঢাকা ও বাংলা একাডেমির লোকজ সংস্কৃতি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিবিড় গবেষণা কর্মে নিয়োজিত থাকেন এবং বাংলা পিডিয়া, বাংলাদেশ সংস্কৃতিক সমীক্ষা প্রকল্প (৯ম খন্ড), বাংলাদেশের লোকজ সংস্কৃতি : চট্টগ্রাম জেলা, শতবর্ষে চট্টগ্রাম সমিতি (১৯১২-২০১১) এবং মাঠ পর্যায়ে এমনকি দেশের বাইরে গিয়ে তথ্য সংগ্রহের কাজ করেন। ২০১৪ সালে বাংলা একাডেমিতে সহপরিচালক পদমর্যাদায় চাকরিতে যোগদান করেন।

আহমদ মমতাজের সাহিত্যচর্চা ও লেখালেখি জগতে প্রবেশ ১৯৭৬ সালে এসএসসি পরীক্ষা দেয়ার পরপরই। অর্থাৎ ৫৮ বছরের জীবনের ৪২ বছর ধরে তিনি সাহিত্যচর্চা ও পড়াশুনা, গবেষণা ও লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। চট্টগ্রাম কলেজের ছাত্রাবস্থায় ১৯৭৯ সাল থেকে দেয়াল পত্রিকা, বিভিন্ন সাহিত্য সাময়িকী, কলেজ বার্ষিকী ‘অন্বেষা’ এবং দৈনিক নয়াবাংলা, দৈনিক আজাদী ও দৈনিক জমানায় তাঁর লেখা প্রকাশিত হয়। পরবর্তীকালে ঢাকায় এসে সাপ্তাহিক দশদিশা,  ইত্তেফাক,  যায়যায় দিন নয়াদিগন্ত, ইনকিলাব, পূর্বকোণ,  পূর্বদেশ সুপ্রভাত বাংলাদেশ,  বীর চট্টগ্রাম মঞ্চ, সাপ্তাহিক কলম ও সাপ্তাহিক নতুন গতি (কলকাতা), আজকাল (কলকাতা) পত্রিকায় ও চট্টগ্রাম পরিষদ (কলকাতা) প্রকাশিত সাময়িকী এবং অগ্রপথিক, বই সহ আরো কিছু পত্র-পত্রিকায় বহু লেখা প্রকাশিত হয়। চট্টগ্রাম ও ঢাকা থেকে প্রকাশিত প্রায় সকল দৈনিক পত্রিকা, সাপ্তাহিক ও সাহিত্য সাময়িকী এবং গবেষণাধর্মী জার্নাল, মাসিক পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ-নিবন্ধ, গল্পের সংখ্যা সাত শতাধিক। বাংলা পিডিয়া দ্বিতীয় প্রকাশিত তাঁর লেখা ভুক্তি সংখ্যা পনের।

চট্টগ্রামের  বীর চট্টগ্রাম মঞ্চ ও  সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় ধারাবাহিকভাবে লিখেছেন দুই বছরের বেশি সময়।  আজাদী পত্রিকায় সাহিত্য সাময়িকী, উপসম্পাদকীয় ও বিশেষ সংখ্যায় অনিয়মিতভাবে লিখছেন প্রায় ১০ বছর ধরে। পূর্বকোণ পত্রিকায় প্রকাশিত হয়েছে বেশ কিছু লেখা।

ব্যক্তি জীবনে আহমদ মমতাজ ছিলেন অত্যন্ত বিনয়ী,  ন্যায়নিষ্ঠ ও উচ্চারণে সাহসী একজন মানুষ। বাংলা একাডেমিতে তার সহকর্মী, কর্মকর্তা, কর্মচারী ও তার কাছের মানুষদের কাছে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। ইতিহাসের এ ফেরিওয়ালা ২০২১ সালের  ৯ মে ৬১ বছর বয়সে ইন্তেকাল করেন।

বিএনএনিউজ/ বিএম/ ওজি

Loading


শিরোনাম বিএনএ