20 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ

পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ

পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ

বিএনএ,ঢাকা: রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করেছেন আন্দোলনে আহতরা। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা বলেন, আহতদের ক্যাটাগরি করে বৈষম্য করা হচ্ছে। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকলেও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না তারা। চিকিৎসকরাও খোঁজ নেন না। এ সময় সকলকে সমানভাবে দেখারও অনুরোধ করেন তারা।

আহতরা আরও বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি থাকলেও জুলাই আন্দোলনকারীদের কোনো স্বীকৃতি নেই। অবিলম্বে আহতদের স্বীকৃতি দিতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ