32 C
আবহাওয়া
৭:৩৭ অপরাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » যবিপ্রবি গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ

যবিপ্রবি গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ

যবিপ্রবি গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ

বিএনএ, যবিপ্রবি: প্রবীণদের বিদায় এবং নবীনদের বরণ ও আলোচনা সভা আয়োজন করেছে যবিপ্রবির গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি। যবিপ্রবির ছাত্র শিক্ষক কেন্দ্রে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা যবিপ্রবির ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান সিয়াম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন শিক্ষার্থী তার গ্রাজুয়েশন শেষ করার পর চিন্তা করে সে কি করবে। কিন্তু তাদের উচিত এখন থেকেই একটু একটু নিজেকে ভবিষ্যতের পেশা জীবনের জন্য গুছিয়ে নেওয়া। তিনি শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার উপর জোর দিয়ে আরো বলেন প্রত্যেক শিক্ষার্থীর উচিত তার শিক্ষা জীবনে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা। সেটা বিভিন্নভাবে হতে পারে একজন শিক্ষার্থী তার দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারে বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারে। এই দক্ষতা তার পরবর্তী পেশা জীবনে প্রবেশের পথে সোপান হিসেবে কাজ করবে।

নবীন শিক্ষার্থীদের মধ্যে হতে তার অনুভূতি ব্যক্ত করে বলেন “যখন আমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চান্স হয় তখন আমি ভেবেছিলাম যে গাজীপুরের কাউকে পাব না কিন্তু এখানে আসার পর যখন বড় ভাইদের সাথে পরিচয় হলো এবং গাজীপুরের অনেক সহপাঠীদের দেখলাম তখন আমার অনেক ভালো লাগল।”

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আহাদ ভূঁইয়া মুন্না এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসিম বাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির পরিবেশ বিজ্ঞান বিভাগের গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির রফিকুল ইসলাম। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন যবিপ্রবির ইইই বিভাগের শিক্ষার্থী তানজিম।

এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য নবীন শিক্ষার্থীরা সকলকে ধন্যবাদ জানান। সকলে মিলে একটি সুন্দর সংগঠন তৈরী করতে চান মর্মে ইচ্ছা পোষণ করেন।

বিএনএনিউজ/ আরাফাত/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ