38 C
আবহাওয়া
৩:২৮ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আরও ২৬৬ টাকা দাম বাড়ল এলপি গ্যাসের

আরও ২৬৬ টাকা দাম বাড়ল এলপি গ্যাসের

এলপি গ্যাসের দাম বাড়ল আরও ২৬৬ টাকা

বিএনএ, ডেস্ক : আবারও বেড়েছে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম।  ১২ কেজি সিলিন্ডারের বোতল প্রতি এলপিজি গ্যাসের দাম ২৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৯৮ টাকা। যা আগে ছিল এক হাজার ২৩২ টাকা।

বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি)  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম ঘোষণা করেছে।

গত বছর ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

এর আগে ২০২২ সালের ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এরপর অবশ্য জানুয়ারি মাসের জন্য এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা করে বিইআরসি। আর ফেব্রুয়ারিতে বাড়ানো হলো ২৬৬ টাকা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ