27 C
আবহাওয়া
১১:০০ পূর্বাহ্ণ - জুলাই ৬, ২০২৫
Bnanews24.com
Home » মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় মোক্তার হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের ধাক্কায় মোক্তার হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন। মোক্তার হোসেন শেরপুর সদর উপজেলার পাঞ্জুরডাঙ্গা গ্রামের চাঁন মিয়ার ছেলে। বর্তমানে মহাখালীর কড়াইল এলাকায় বসবাস করতেন।

নিহতের বন্ধু শিমুল জানান, মোক্তার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে চাকরি করতেন। বুধবার রাতে অফিস শেষ করে বাসায় ফেরার পথে মহাখালী রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়ামৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ