30 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৩
Bnanews24.com
Home » ১৯ মামলার আসামি প্রতারক শাহ জামাল গ্রেপ্তার

১৯ মামলার আসামি প্রতারক শাহ জামাল গ্রেপ্তার

১৯ মামলার আসামি প্রতারক শাহ জামাল গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ১৯ মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহ জামাল (৫৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) রাতে নগরীর চকবাজার থানার চন্দনপুরা সাফরান ভিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল ওই এলাকার শেখ আহম্মদের ছেলে। সে খাতুনগঞ্জের শেখ মার্কেটের মেসার্স শাহ জামা ‘র সত্ত্বাধিকারী। তার বিরুদ্ধে চকবাজার থানায় ৪টি সিআর সাজা ও ৩টি সিআর গ্রেপ্তারি পরোয়ানাসহ কোতোয়ালি ও চকবাজার থানায় ১৯টি গ্রেপ্তারি পরোয়ানা আছে।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহাদাত হোসেন রাসেল বলেন, সে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ২০২০ সালে ১৬টি সিআর গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে জামিনে বের হয়ে সে পুনরায় বিভিন্ন ব্যবসায়ীর কোটি কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপন চলে যায়। ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে চন্দনপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে চালান দেওয়া হবে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Total Viewed and Shared : 140 


শিরোনাম বিএনএ