33 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - জুলাই ১৫, ২০২৪
Bnanews24.com
Home » মাইন বিস্ফোরণে আফ্রিকায় ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

মাইন বিস্ফোরণে আফ্রিকায় ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত


বিএনএ, বিশ্বডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। এরমধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

শনিবার (১ জানুয়ারি) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এই তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, স্থানীয় সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মধ্য আফ্রিকার বহোং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্ট কনভয়ের অংশ ছিলেন। তারা জননিরাপত্তায় টহল দিচ্ছিলেন। এ সময়ই বিস্ফোরণটি ঘটে।

সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে সশস্ত্র গোষ্ঠীগুলোর পেতে রাখা বোমা বিস্ফোরণে ছয়জন শান্তিরক্ষী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি আর তিনজন তানজানিয়ার। গত বৃহস্পতিবার এবং শুক্রবার দেশটির উত্তর পশ্চিম অঞ্চলের বোহোং এলাকায় পৃথক ঘটনায় তারা আহত হন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শান্তিরক্ষা মিশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ