23 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বাঁশখালীতে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

বাঁশখালীতে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে অগ্নিদগ্ধ হয়ে বাদশা মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ জানুয়ারি) রাত ১টার দিকে বাঁশখালী উপজেলার কাথারিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া কাথারিয়া বাজারের একটি দোকানে কর্মচারী ছিলেন। বাইরে তালাবদ্ধ থাকায় তিনি দোকানের ভেতরে দগ্ধ হন।

চট্টগ্রামের বাঁশখালী ফায়ার স্টেশন লিডার লিটন বৈষ্ণব বলেন, শুক্রবার মধ্যরাতে কাথারিয়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে। এতে  ৬টি সেমিপাকা দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এসময় একটি তালাবদ্ধ দোকান থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয় বলে তিনি জানান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ