14 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » মাংস আমদানি নয়, দেশের উৎপাদকদের প্রাধান্য দেবে সরকার : উপদেষ্টা ফরিদা আখতার

মাংস আমদানি নয়, দেশের উৎপাদকদের প্রাধান্য দেবে সরকার : উপদেষ্টা ফরিদা আখতার

মাংস আমদানি নয়, দেশের উৎপাদকদের প্রাধান্য দেবে সরকার : উপদেষ্টা ফরিদা আখতার

বিএনএ,ঢাকা: দেশের বাজারে গরুর মাংসের চাহিদা থাকায় বাইরের দেশগুলো বাংলাদেশে মাংস রপ্তানিতে আগ্রহী। তবে আমদানি নয়, দেশে যারা উৎপাদনের সাথে জড়িত তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে সদ্য সমাপ্ত গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, সবাই তো তাদের দেশের পণ্য রপ্তানি করতে চায়। সেটা তো তাদের কোন দোষ না। কিন্তু তারা একটা জিনিস যেটা দেখছে বাজারে আমাদের গরুর মাংসের দাম, এটা মানুষের কাছে চাহিদাও আছে প্রয়োজনও আছে। সেটা যথেষ্ট মানে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে না, সেটা পাওয়া না যাওয়ার কারণে অনেক দেশ আছে যারা ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং করে তারা সাবসিটি দেয় ।

তিনি বলেন, রপ্তানির উদ্দেশ্যে তারা ভূমিকা রাখে। সেটা করে বলেই রপ্তানিটা করতে চায় তখন বাংলাদেশকে একটা যায়গা হিসেবে বেছে নিয়েছে। এটা যেহেতু দাম বেশি, ফলে এখানে দিতে পারে। সেই অর্থের চাপটা হলো তারা রপ্তানি করতে চায় তারা আমাদের কাছে আসে প্রস্তাব দেয় যে তোমরা ইম্পোর্ট করো আমরা দেব। এমন কি বাংলাদেশের অনেক আমদানিকারকরাও খুব আগ্রহী আনার জন্য। সেজন্য বলছি যারা উৎপাদনের সাথে যুক্ত লালন-পালনের সাথে যুক্ত তাদেরকে প্রাধান্য দেব। আমরা খালি ব্যবসার বিষয় হিসেবে রাখতে চাইনা।

তিনি বলেন, আমাদের যারা জেলা পর্যায়ের কর্মকর্তারা আছেন এবং যারা কাজ করছেন তাদের যে চাহিদা সেটা মনে হয় আমাদের খুব মনোযোগ দিয়ে শোনা দরকার তাদের চাহিদা মাফিক আমরা যদি সরবরাহ করতে পারি যে প্রয়োজনীয় প্রয়োজনগুলো মেটাতে পারি তাহলে বাংলাদেশে কিন্তু এই প্রাণিজীয় আমিষের ঘাটতি থাকবে না আমি মনে করি

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে দুই দিনব্যাপী এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এ.টি.এম. মোস্তফা কামাল ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক।

কর্মশালায় ছয়টি সেশনে ৩৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

এতে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক, প্রাণী ও পোল্ট্রি উৎপাদন বিশেষজ্ঞ, খামারীরা অংশ নেন।

বিএনএনিউজ/ আরএস/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ