38 C
আবহাওয়া
৬:০৩ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভারত ফেভারিট,সেরা খেলার চেষ্টা করবো : সাকিব

ভারত ফেভারিট,সেরা খেলার চেষ্টা করবো : সাকিব

ভারত ফেভারিট,সেরা খেলার চেষ্টা করবো : সাকিব

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ICC Men’s T20 World Cup 2022 এ ভারতের বিপক্ষে নিজেদের জয় পাওয়াটা ‘আপসেট’ আখ্যায়িত  করেছেন। আগামীকাল  ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দু’টি ম্যাচই অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতেই ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিলো বাংলাদেশ।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত ম্যাচ বুধবার

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২(ICC Men’s T20 World Cup 2022) এর  টুর্নামেন্টে সেমিফাইনালে খেলতে হলে উপমহাদেশের সেরা দুই প্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তানকে হারাতে হবে বাংলাদেশকে।

সাকিব আল হাসান বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথমবারের মত নক আউট পর্বে যাবার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। কিন্তু এটি বেশ কঠিন হবে। বাংলাদেশ যদিও এবারের আসরে দু’টি ম্যাচ জিতেছে।
সাকিব বলেন, ‘ভারত ফেভারিট দল তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি।’

বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আরও বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি, ভারতের বিপক্ষে এ ম্যাচ জিতলে এটিকে অঘটন বলা হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো এবং অঘটন ঘটানোর চেষ্টা করবো।’

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান   সাফ জানিয়েদেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমনটা বলেছিলাম, প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একই মানসিকতা নিয়েই খেলতে চাই। আমরা কোন দেশের বিপক্ষে কোন পরিস্থিতিতে খেলছি এসব নিয়ে ভাবতে চাই না। আমরা শুধুমাত্র মুহূর্তটা উপভোগ করতে চাই। এজন্য আমাদের একই পরিকল্পনা থাকবে।’

BAN vs IND , ICC Men’s T20 World Cup 2022, Super 12, Group 2, Match 35

Date and Time: 2nd November 2022, 2:00 PM BST

Venue: Adelaide Oval, Adelaide

bnanews24/sports/ ICC Men’s T20 World Cup 2022

Loading


শিরোনাম বিএনএ