28 C
আবহাওয়া
৬:৫৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » হোয়াইট হাউজের মুখপাত্র করোনায় আক্রান্ত

হোয়াইট হাউজের মুখপাত্র করোনায় আক্রান্ত

  হোয়াইট হাউস মুখপাত্র জেন সাকি

বিএনএ, ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন  হোয়াইট হাউস মুখপাত্র জেন সাকি (৪২)।রোববার (৩১)বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

জেন সাকির পরিচিত একজনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জেন সাকি করোনা টিকা নিয়েছেন। যে দিন তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন প্রায় ছয় ফিট দূরত্ব বজায় রেখে বসে ছিলেন এবং তিনি মাস্ক পরা অবস্থায় ছিলেন। অন্যদিকে শনিবার (৩০ অক্টোবর) করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের নেগেটিভ আসে।

রোববার (৩১ অক্টোবর) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে, সর্বশেষ মঙ্গলবার (২৬ অক্টোবর) তার সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা হয়েছিল।

৪২ বছর বয়সী সাকি বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি ভ্যাকসিন নিয়েছেন এবং তার উপসর্গ মৃদু।সর্বশেষ সাক্ষাতের সময় প্রেসিডেন্টের সঙ্গে ছয় ফুট দূরত্ব রেখে এবং মুখে মাস্ক পরে দফতরের বাইরে বসেছিলেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জেন সাকি বলেন, স্বচ্ছতার জন্য আমি করোনা পরীক্ষা করিয়েছি। পজিটিভ এসেছে। এর আগেই তিনি রোম ও গ্লাসগো সফর থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ