বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ছড়ায় ডুবে রিদুয়ান ইসলাম রিজভী (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত রিদুয়ান রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নাদিমপুর গ্রামের আমিনুল ইসলাম দৌলতের ছেলে। সে নগরীর শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র।
রিদুয়ান নগরী থেকে তার বন্ধুদের সাথে বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরায় শুক্রবার বেড়াতে আসেন।
রিদুয়ানের বন্ধু শেখ মুরসালিন তাওরাত জানান, শনিবার বিকেল ৪টার দিকে ৬ বন্ধু মিলে জ্যৈষ্ঠপুরা পাহাড়ে ঘুরতে যান। এর এক পর্যায়ে পাহাড়ি ছড়ার হাঁটু পানিতে নামলে রিদুয়ান একটি কূপে তলিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার বিশ্বজিৎ পাল বলেন, রিদুয়ান নামের এক কলেজ ছাত্রকে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, পাহাড়ি ছড়ার যে স্থানে কলেজ ছাত্র রিদুয়ান ডুবে গিয়েছে। সেখানে একটি গভীর কূপ ছিলো।
বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মো. মহিউদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচ.এম।
Total Viewed and Shared : 153