29 C
আবহাওয়া
১০:৪১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৩
Bnanews24.com
Home » সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে বীর বাহাদুরের শোক

সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে বীর বাহাদুরের শোক

সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে বীর বাহাদুরের শোক

বিএনএ, ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শনিবার (১ অক্টোবর) এ শোক বার্তায় তিনি এ দুঃখ প্রকাশ করেন।

শোক বার্তায় মরহুম তোয়াব খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তোয়াব খান স্বাধীনতার পর দৈনিক বাংলার সম্পাদক, প্রধান তথ্য কর্মকর্তা, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক এবং দৈনিক জনকণ্ঠসহ গণমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে দেশপ্রেম এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। আজীবন সংগ্রামী এ গুণী সাংবাদিক তার স্বীয় কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন।

মৃত্যুর সময় এ অগ্রজ সাংবাদিকের বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/এমএফ

Total Viewed and Shared : 140 


শিরোনাম বিএনএ