34 C
আবহাওয়া
৭:৫৫ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে পথসভা

বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে পথসভা

প্রীতিলতা

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে বিপ্লবী মন্ত্রে দীক্ষা প্রদানকারী বিপ্লবী বীর রামকৃষ্ণ বিশ্বাসের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বিপ্লবতীর্থ সারোয়াতলী গ্রামে বীরকন্যা প্রীতিলতার ৯১তম আত্মাহুতি দিবস উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। প্রধান বক্তা ছিলেন দৈনিক সংবাদ সারাবেলার বোয়ালখালী প্রতিনিধি সাংবাদিক বাবর মুনাফ। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মুনাফ, মোস্তফা করিম লিটন।

পথসভায় বক্তারা বলেন, সমাজ থেকে অন্যায় অত্যাচার দূরীভূত করতে হলে প্রীতিলতার আদর্শ, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সমাজে ছড়িয়ে দিতে হবে। এই সারোয়াতলী গ্রামে জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের সর্বশ্রেষ্ট সৈনিক বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের জন্ম। তাঁর হাত ধরেই প্রায় ৩০ জন বিপ্লবী ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এদের কারণে উপমহাদেশের অনেক মানুষের কাছে এই বিপ্লবতীর্থ সারোয়াতলী গ্রামটি তীর্থস্থান হিসেবে পরিচিত হলেও বর্তমানে এই গ্রামটি ইতিহাস ঐতিহ্যের সংকটে বলে মন্তব্য করেছেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন আবদুর রহিম বাদশা, শুক্কুর খান, মোঃ জাহাঙ্গীর, আবদুর রহিম, সাজ্জাদ হোসেন রিপন, হাসান মুরাদ, মোঃ নিরব, সোলায়মান, তুহিন, জাহেদ, জালাল উদ্দিন, সুষ্ময় পারিয়াল প্রমুখ।

বিএনএ/ বাবর মুনাফ ,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ