27 C
আবহাওয়া
৬:৫৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

আল-আমিনের বিরুদ্ধে নতুন মামলা

বিএনএ,ঢাকাঃ জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় যৌতুক ও শারীরিক নির্যাতনের লিখিত অভিযোগ করেছেন স্ত্রী ইসরাত জাহান। একই সঙ্গে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগও করেছেন তিনি।

বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর মডেল থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তার স্ত্রী ইসরাত জাহান। বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন ও মারধরের অভিযোগে একটি অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী। আমরা অভিযোগটি রেখেছি। তদন্ত করে সত্যতা মিললে মামলা করা হবে।

এদিকে আল আমিনের স্ত্রী ইসরাতের মামা সৈকত বলেন, আমার ভাগ্নিকে মারধর এবং নির্যাতনের অভিযোগে মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিভিন্ন সময় আল আমিনের নির্যাতনের শিকার হয়ে আসছে ইসরাত।

বিএনএ/আজিজুল, এমএফ

Total Viewed and Shared : 141 


শিরোনাম বিএনএ