১:১৩ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » কোটা সংস্কার পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং আজ

কোটা সংস্কার পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং আজ


বিএনএ, ঢাকা : কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে সরকার। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিদেশি কূটনীতিকদের সামনে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে চায় সরকার। সেই লক্ষ্যেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার আয়োজিত এই ব্রিফিংয়ে কূটনীতিকদের সামনে চলমান পরিস্থিতি তুলে ধরবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর আগে ২১ জুলাই কোটা সংস্কার ঘিরে পরিস্থিতি তুলে ধরতে কূটনৈতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ।

পররাষ্ট্র সচিব জানান, বিদেশিরা যেন কোটা আন্দোলন ঘিরে কোনো গুজবে কান না দেয় সে চেষ্টাই করছে সরকার।

সার্বিক পরিস্থিতি নিয়ে এরই মধ্যে সরকারের তরফ থেকে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হয়েছে এবং ঘুরে দেখানো হয় নাশকতায় ধ্বংস হওয়া বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা। দেশের বিদেশি মিশনে চিঠি পাঠিয়ে ভাবমূর্তি উজ্জ্বল করতেও নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ