37 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে ৬ মাস বাড়ছে জরুরি অবস্থার মেয়াদ

মিয়ানমারে ৬ মাস বাড়ছে জরুরি অবস্থার মেয়াদ


বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারের সেনা সরকারের (জান্তা) প্রধান মিন অং হ্লাইং দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়াতে যাচ্ছেন। সোমবার (১ আগস্ট) রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর রয়টার্স।

খবরে বলা হচ্ছে, ইতোমধ্যে সেনা সরকারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর প্রথম জরুরি অবস্থা ঘোষণা করে সেনা সরকার।

সেনা–অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন শহরের বেশির ভাগ শান্তিপূর্ণ বিক্ষোভ সেনাবাহিনী দমন করার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে।

অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আর গ্রেপ্তার হয়েছে ১০ হাজারের বেশি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ