বিএনএ,ঢাকা : রাজধানীর খিলগাঁও এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আমেনা বিবি (৭৬) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১ জুলাই) ভোরে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আমেনা বিবিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারী খিলগাঁও নন্দীপাড়ার দুই নম্বর স্কুল গলির হোসেন সাহেবের বাসায় ভাড়া থাকতেন।
বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম
Total Viewed and Shared : 19