32 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট: পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট শুরু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়। বরাবরের মতো এবারও কাউন্টারের পাশাপাশি অর্ধেক টিকিট মিলছে অনলাইন ও অ্যাপসে। শুক্রবার দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের টিকিট। ১ থেকে ৫ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে ৫ থেকে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

শুক্রবার (১ জুলাই) সরেজমিনে রাজধানীর কমলাপুর স্টেশনে দেখা যায়, টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন। টিকিট কাউন্টার থেকে লাইন শুরু হয়ে কাউন্টার করিডোরের বাইরে চলে গেছে এই লাইন। অনেকেই গতকাল বিকেল থেকে টিকিটের জন্য অপেক্ষা করছেন। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ প্রতিক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট।

রেলওয়ে সূত্র জানায়, আজ দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের টিকিট। ৬ জুলাইয়ের টিকিট ২ জুলাই, ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ জুলাইয়ের টিকিট ৪ জুলাই এবং ৯ জুলাইয়ের টিকিট ৫ জুলাই বিক্রি হবে।

এছাড়া ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ জুলাই। অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইটে এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হবে।

এবার ঈদ-উল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সেগুলো হলো- দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল ১, ২, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল, শোলাকিয়া স্পেশাল ১ ও ২।

এছাড়া আগামী ৬ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকামুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। আগামী ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭ থেকে ১৪ জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমকে জানান, ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির সব প্রস্তুতি সম্পন্ন করেছি। টিকিটের অর্ধেক অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি দেখিয়ে কাউন্টার থেকে টিকিট কিনতে হবে। আশা করি কোনো বিশৃঙ্খলা ছাড়াই ঠিকভাবে টিকিট বিক্রি হবে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ