27 C
আবহাওয়া
৩:৩৫ পূর্বাহ্ণ - মে ১১, ২০২৪
Bnanews24.com
Home » বিদেশ থেকে সোনা আনলে প্রতি ভরিতে কর ৪ হাজার টাকা

বিদেশ থেকে সোনা আনলে প্রতি ভরিতে কর ৪ হাজার টাকা


বিএনএ, ঢাকা: প্রস্তাবিত বাজেটে স্বর্ণের বার আনার শুল্ক দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, ‘২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুল সংশোধন করে স্বর্ণবার আনার ক্ষেত্রে ভরিপ্রতি (প্রতি ১১.৬৬৪ গ্রামে) শুল্ক ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করার প্রস্তাব করছি। সেই সঙ্গে কেউ যদি অতিরিক্ত স্বর্ণ আনেন সেক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান নেই, তাই স্বর্ণ বাজেয়াপ্ত করার প্রস্তাব করছি।’

আগে একজন যাত্রী ২৩৪ গ্রাম স্বর্ণের বার আনতে পারলেও বর্তমানে তা কমিয়ে ১১৭ গ্রাম করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের মোট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ