27 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে নকল বিড়িসহ ব্যবসায়ী আটক

ময়মনসিংহে নকল বিড়িসহ ব্যবসায়ী আটক

ময়মনসিংহে নকল বিড়িসহ ব্যবসায়ী আটক

বিএনএ, ময়মনসিংহ : দুই লক্ষ শলাকা নকল বিড়িসহ এক অবৈধ বিড়ি কোম্পানীর ডিলারকে আটক করেছে র‌্যাব-১৪।মঙ্গলবার বিকালে নগরীর শম্ভুগঞ্জ বাসট্যান্ড ব্রিজ মোড় এলাকা থেকে  নকল ব্যান্ডরোলযুক্ত রাজা বিড়িসহ জাকারিয়া নামের এক বিড়ি ডিলারকে আটকের কথা জানিয়েছেন র‌্যাব-১৪ এর অধিনায়ক লে.কর্ণেল আবু নাঈম মো.তালাত।

তিনি বলেন, জাকারিয়া পাবনা হতে বাস যোগে ময়মনসিংহের সকল উপজেলা সহ কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার বাজারগুলোতে লোকবল নিয়োগ দিয়ে নকল ব্যান্ডরোল রাজা বিড়ি বাজারজাত করছিলেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি বিষয়টি র‌্যাব জানতে পেরে অভিযান চালিয়ে ২ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত রাজা বিড়িসহ জাকারিয়াকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়ে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান লে.কর্ণেল আবু নাঈম মো.তালাত।

সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনীয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি 

Loading


শিরোনাম বিএনএ