বিএনএ ডেস্ক : বাংলাদেশের আকাশে আজ কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার (৩ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।রোববার (১ মে) ৭টা ৪৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এদিন সন্ধ্যা ৭টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৈঠকে বসে কমিটি। এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান।
প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৩ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। মঙ্গলবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 143