35 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মহান মে দিবস পালন করেছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর

মহান মে দিবস পালন করেছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর

মহান মে দিবস পালন করেছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর

বিএনএ,চট্টগ্রাম : মহান মে দিবস পালন করেছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর। রোববার  ( ১ মে ) দিবসটি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি শিল্প সম্পর্ক শিক্ষায়তন, চট্টগ্রাম হতে শুরু করে নগরীর রুবি গেইট মোড়ে শেষ হয়।

র‌্যালি উদ্বোধন করেন বিভাগীয় শ্রম দপ্তর, চট্টগ্রামের পরিচালক এস এম. এনামুল হক।  এতে নগরীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও  প্রতিষ্ঠানের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে মহান মে দিবস পালিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন দিবস।

পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ