26 C
আবহাওয়া
৭:৩৪ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » কোমর বাঁধছেন আম্বানি – আদানি

কোমর বাঁধছেন আম্বানি – আদানি

কোমর বাঁধছেন আম্বানি - আদানি

বিএনএ ডেস্ক : নেটফ্লিক্স এবং অ্যামাজনকে টক্কর দিতে এবার ওটিটি-র ময়দানে নামছেন গৌতম আদানি এবং মুকেশ অাম্বানি।  ওটিটি প্ল্যাটফর্মের উজ্জ্বল ভবিষ্যৎ দেখেই কোমর বাঁধছেন এশিয়ার অন্যতম দুই ধনী ব্যক্তি তথা ভারতের দুই শিল্পপতি গৌতম এবং মুকেশ।

জেমস মার্ডকের বোধি ট্রি সিস্টমের আর্থিক সহযোগিতায় প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে যৌথ ভাবে ওটিটি দুনিয়ায় নামছে অাম্বানির ভায়াকম ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটে়ড।

অন্য দিকে, আদানি এন্টারপ্রাইসেস লিমিটে়ড এএমজি মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে কাজ শুরু করে দিয়েছে।ওটিটি দুনিয়ায় অাম্বানির বিনিয়োগ এবং মিডিয়া জগতে আদানির প্রবেশ বাণিজ্যিক দুনিয়ায় এক নতুন লড়াইয়ের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মিডিয়া জগতে অনেক আগেই প্রবেশ করেছে অাম্বানি। কিন্তু সে দিক থেকে দেখতে গেলে এই দুনিয়ায় একেবারেই নবীন আদানি। গত মাসে আদানি মিডিয়া ভেনচারস লিমিটেড কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়া প্রাইভেট লিমিটেডের অংশীদারিত্ব কেনার জন্য রাজি হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা