33 C
আবহাওয়া
৯:১৪ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » দেশের মানুষ আওয়ামী লীগের অধীনে নির্বাচন চায় না: মির্জা ফখরুল

দেশের মানুষ আওয়ামী লীগের অধীনে নির্বাচন চায় না: মির্জা ফখরুল

দেশের মানুষ আওয়ামী লীগের অধীনে নির্বাচন চায় না: মির্জা ফখরুল

বিএনএ: এ দেশের মানুষ অবশ্যই নির্বাচন চায় কিন্তু সেই নির্বাচন আওয়ামী লীগের অধীনে নয়। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই হতে হবে একটা নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে। যেখানে মানুষ নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনগণ বেছে নিতে পারবে তার পছন্দের প্রতিনিধি। এমন নির্বাচনই দেশের মানুষ দেখতে চায়।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় থাকতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন করতে চায়। কিন্তু সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই এই সরকারকে বিদায় নিতে হবে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন নিজেদের স্বার্থে হলেও এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে।

বিএনএনিউজ/এ আর

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ