33 C
আবহাওয়া
৮:০২ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » প্রথম আলোর রিপোর্ট সার্বভৌমত্বের ওপর আঘাত: তথ্যমন্ত্রী

প্রথম আলোর রিপোর্ট সার্বভৌমত্বের ওপর আঘাত: তথ্যমন্ত্রী

প্রথম আলোর রিপোর্ট সার্বভৌমত্বের ওপর আঘাত: তথ্যমন্ত্রী

বিএনএ: প্রথম আলোর সাংবাদিকের করা রিপোর্টকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। এ কথা বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংবাদিকদের বিরুদ্ধে যাতে হয়রানিমূলক মামলা না হয় সেজন্য পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (১ এপ্রিল) বিকেলে ডিআরইউ’র ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বিএনপির ইফতার পার্টিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নিন্দা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশি সংবাদমাধ্যমকে উদ্বুদ্ধ করা হয়েছে এটা প্রচার করার জন্য যে, দ্রব্যমূল্য নিয়ে রিপোর্ট করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এবং এ ধরনের অপপ্রচার সত্যিকার অর্থে দেশবিরোধী।

ড. হাছান মাহমুদ বলেন, সংবাদ কোথায় তৈরি হয়েছে, ভারতে কে কাকে ফোন করেছে, দুবাইয়ে কে কাকে ফোন করেছে, লন্ডনে কে কাকে ফোন করেছে, কাতারে কে কাকে ফোন করেছে- সেই রেকর্ড ও তথ্য সরকারের কাছে আছে।

বিএনএনিউজ/এ আর

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ