37 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » কক্সবাজারে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

বিএনএ, কক্সবাজার : কক্সবাজার সদরের খরুলিয়ায় বজ্রপাতে সুনিল বড়ুয়া (৪৩) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (১ এপ্রিল) বিকেল ৪ টার দিকে ঝিলংজার ৯ নং ওয়ার্ডের খরুলিয়া বড়ুয়া পাড়া গ্রামের বটগাছ তলা তিন রাস্তার মাথায় নদীতে কাঁকড়া ধরতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুনিল একই এলাকার বড়ুয়া পাড়া গ্রামের চিত্র বড়ুয়ার ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর। পাশাপাশি নদী থেকে কাঁকড়া ধরে বিক্রি করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন ও সুনিলের চাচাতো ভাই হিরু বড়ুয়া।

নিহতের পরিবারের বরাত দিয়ে তারা জানান, শনিবার বিকেলে হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সুনিল বাড়ির পাশের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা হন। হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, বিএম

Total Viewed and Shared : 110 


শিরোনাম বিএনএ